top of page

রহস্য_রোমাঞ্চ_সিরিজ - ব্রুস_লির_মৃত্যু_রহস্য ( by Koushik Das )

  • Writer: SineMeCinema
    SineMeCinema
  • Jun 28, 2021
  • 4 min read

ব্রুস লি - এই নাম শুনলেই আমাদের মনে ভীড় করে আছে কিছু শব্দ - কুং-ফু, মার্শাল আর্টস । ব্রুশ লি'র নাম শুনলেই আমরা যেন মানসচক্ষে দেখতে পাই -

Enter the dragon, The way of the Dragon, Fist of Fury র মত সিনেমার আ্যকশন দৃশ্য !


পৃথিবীর সর্বকালের অন্যতম শক্তিশালী এবং দ্রুততম মার্শাল আর্টিস ব্রুস লি'র(Bruce Lee Jun Fan Yuen Kam) জন্মের বছর এবং সময় ও বেশ ইন্টারেসটিং । তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৯৪০ সালে যাকে বলা হয় The year of Dragon এবং তার জন্মকাল ছিল সকাল ৬ টা থেকে ৮ তার মধ্যে, এই সময়কে বলা হয় The hour of dragon ।

ব্রুস লিই প্রথম এশিয়ান ব্যক্তি যিনি কুং-ফু কে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করে তোলেন । আরেকটা ব্যাপার যেটা উল্লেখ না করলে ব্রুস লির সম্পর্কে অনেকটাই বলা বাকি থেকে যায় সেটা হল - "One inch punch " ! এক ইঞ্চি দূরত্ব থেকে পাঞ্চ করে ফিজিক্সের সূত্রকে তুড়ি মেরে উড়িয়ে সামনে দাঁড়িয়ে থাকা শতাধিক পাউন্ডের মানুষদের কয়েক পা পেছনে ঠেলে দিতেন !


এমন এক শক্তিশালী মানুষ হঠাৎ একদিন দিনের বেলায় সুস্থ এবং রাতেই শোনা যায় তিনি আর নেই । সমস্ত বিশ্ব কেঁপে ওঠে । দিন যত এগোয় ব্রুস লির মৃত্যু রহস্য ক্রমশ ঘনীভূত হতে থাকে । সিনে মে সিনেমার রহস্য রোমাঞ্চ সিরিজে এই সপ্তাহে আমরা আলোচনা করব ব্রুস লি'র মৃত্যু রহস্য নিয়ে ।


১৯৭৩ সালের ১০ই মে । Enter The Dragon সিনেমার Automated dialogue replacement session চলছিল এমন সময় হঠাৎ ব্রুস লি'র প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় ৷ ব্যথা সহ্যের বাইরে চলে যেতে দেখে কাজ থামিয়ে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্রুস লি কে ৷ যাবতীয় পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তার জানান Cerebral Edema র জন্যই এমন হয়েছে । ব্রেইনে অতিরিক্ত ফ্লুইড জমে গিয়েছিল তবে ভয়ের কিছু নেই । Mannitol ওষুধে ঠিক হয়ে যাবে । হয়েও ছিল তাই, এরপর এমন ব্যথা আর হয়নি ব্রুস লির । পরিবারের সদস্য, অনুগামীরা সকলে নিশ্চিন্ত ।


২০শে জুলাই ১৯৭৩ । ব্রুশ লির অধীকাংশ সিনেমার শুটিং হংকং এ হয়েছে । ব্রুস লির অধীকাংশ সিনেমার প্রডিউসার, বিজনেস আডভাইসর Raymond Chow এর সাথে আগামী সিনেমার ব্যাপারে মিটিং করে আরেকটা স্ক্রিপ্ট এর ব্যাপারে আলোচনা করতে এক অভিনেত্রীর আপার্টমেন্টে যান ব্রুশ লি । সেই রাতেই সমস্ত বিশ্বে হইচই পড়ে যায় । ব্রুশ লি বেঁচে নেই । আপার্টমেন্ট থেকে হাসপাতাল পর্যন্ত ও পৌঁছাতে পারেননি । রাস্তাতেই মৃত্যু ! কি এমন হয়েছিল এইটুকু সময়ে ?


মিডিয়া জানায় যে স্ত্রীর সাথে ডিনারের প্ল্যান করছিলেন এমন সময় অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয় এবং হাসপাতালে নেওয়ার আগেই ব্রুশ লি শেষ নিঃশ্বাস পরিত্যাগ করেন । তবে গন্ডোগোল শুরু হয় ব্রুস লির মৃত্যুর তিন দিন পর থেকে !


একটা সংবাদপত্রে লেখা হয় যে যেদিন ব্রুস লির মৃত্যু হয় সেদিন ব্রুস লি'র সাথে তার স্ত্রী Linda ছিলেন না । কন্ট্রোভার্সি এড়াতে Raymond Chow মিডিয়াকে মিথ্যে বলেন । ব্রুস লি'র সাথে ছিলেন তাইওয়ানের অভিনেত্রী Betty Ting Pei ! এই খবর ছড়াতেই বিভিন্ন কন্সপিরেসি থিওরি জন্ম নিতে থাকে মানুষের মুখে মুখে । এই সমস্ত কন্সপিরেসির মধ্যে পপুলার হল কোন এক সিক্রেট সোসাইটি যারা ব্রুস লি কে মারতে চাইত । ব্রুস লি কোনভাবে এমন কোন গ্যাঙ্গ কে অসুবিধায় ফেলছিল যে ব্রুস লিকে রাস্তা থেকে না সরালেই হচ্ছিল না । তবে কি সেই সমস্যা সেই ব্যাপারে যারা এমন থিওরি বানাচ্ছিলেন তারাও ধোঁয়াশায় ছিলেন । তবে তাদের বিশ্বাস Betty ই ব্রুশ লি কে বিষ দিয়েছিলেন ৷


ব্রুস লির স্ত্রী লিন্ডা এবং Betty র বিবরণ থেকে জানা যায় -

২০ শে জুলাই দুপুর দুটর সময় ব্রুস নিজের হংকং এর আপার্টমেন্টে প্রডিউসার Raymond Chow এর সাথে সাক্ষাৎ করেন । ব্রুস লির আগামী সিনেমা Game of Death নিয়ে আলোচনা হয় । তারপর বিকেল ৪ টার দিকে দুজন মিলে Betty র আপার্টমেন্টে যান আরেকটা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে । সন্ধ্যে ৭.৩০ নাগাদ Chow একটা ডিনার পার্টি আটেন্ড করতে সেখান থেকে বেরিয়ে যান কিন্তু সেই সময় প্রচন্ড মাথা ব্যথা শুরু হয় ব্রুস লির । Betty ব্রুস লি কে equagesic ট্যাবলেট দেয় যেটা কিনা একটা সাধারণ পেইনকিলার এবং এর সাথে meprobamate নামের একটা tranquiler ও দেয় । এটা খেয়ে ব্রুস লি ঘুমিয়ে পড়ে । ডিনারের সময়েও ব্রুস লি ঘুম থেকে উঠছে না দেখে Betty ভয় পেয়ে যায় । ডাক্তার কে ডাকে ফোন করে । ডাক্তার এসে ১০ মিনিট চেষ্টা করেও ব্রুস লিকে জাগাতে না পেরে Queen Elizabeth Hospital হাসপাতালে নিয়ে যায় এবং রাস্তাতেই অঘটন ঘটে ।


Betty র ঘটনা জানাজানি হওয়ার পর ব্রুস লির অনুগামীদের চাপে পড়ে British Colonial Government তদন্তের নির্দেশ দেয় । Scotland Yard এর রেকমেন্ডেশনে তদন্তের দায়িত্ব নেন বিখ্যাত ফরেনসিক সাইনটিস্ট Donald Teare যিনি ১০০০ এর ওপর অটোপ্সি রিপোর্ট পর্যবেক্ষণ করেছিলেন।

তদন্তে অন্যান্য অনেক রিপোর্টের এবং ঘটনাবলীর সাথে autopsy রিপোর্ট এর মধ্যে যোগসূত্র খুঁজে পান তিনি । তিনি জানান Cerebral Edema র কারণে ব্রেইনে অতিরিক্ত ফ্লুইড জমে ব্রেইন ১৩% বৃদ্ধি পেয়েছিল আকারে এবং এর ফলশ্রুতিতে মৃত্যু ।


এতকিছুর পড়েও ব্রস লির অনেক অনুগামীই মনে করেন যে ব্রুশ লির মৃত্যুর পেছনে এক বড় চক্রান্ত জড়িয়ে রয়েছে । Betty কে ব্যবহার করা হয়েছে ব্রুস লিকে রাস্তা থেকে সরানোর জন্য । কিন্তু এর পেছনের উদ্দেশ্য এখনো তাদের কাছে পরিষ্কার নয় খুব

একটা । তবে ব্রুস লির মৃত্যুর ২০ বছর পরে আরেক অবিশ্বাস্য ঘটনার ওপর ভিত্তি করে আরেকটা নতুন থিওরি জন্ম নিতে শুরু করে !


১৯৯২ সাল । ব্রুস লি'র বড় ছেলে ব্যান্ডন লি তখন আঠাশ বছরের যুবক । সিনেমার জগতে পদার্পণ করতে চলেছে The Crow সিনেমার এক বিখ্যাত রোল এর মাধ্যমে । শ্যুটিং চলাকালীন এক বন্দুক যেটায় গুলি লোডেড থাকার কথা ছিলনা সেটায় সত্যিকারের গুলি লোড করা ছিল । এক রাউন্ড ফায়ার হতেই Brandon Lee র তলপেট ঝাঁঝরা হয়ে যায় ! যদিও অফিশিয়ালি এটাকে নিতান্তই দুর্ঘটনা বলে প্রচার করা হয় কিন্তু লি ফ্যামিলির বেশ কিছু কাছের লোকেরা একটা Family Curse এর ব্যাপারে বিশ্বাস করতে শুরু করেন । এই Curse নাকি ব্রুস লির জন্মের আগের থেকে এই ফ্যামিলতে রয়েছে । ব্রুস লির জন্মের আগে ব্রুস লির দাদা রহস্যজনক ভাবে মারা যায় । তারপর ব্রুস লি এবং তারপর Bradon Lee !


তবে কন্সপিরেসি থিওরি যাই হোক না কেন ব্রুস লি এত কম সময়ে সমস্ত বিশ্বকে যেভাবে অনুপ্রাণিত করে গেছেন হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষই সেটা করতে পেরেছেন । আজ থেকে এক হাজার শীত বসন্ত পরে এই(সিনেমার) পথে যদি আসি আবার ব্রুস লির কথা তখনও শুনতে পারব সিনেমাপ্রেমী দের মুখে মুখে এই প্রত্যয় মনে গেঁথে থাকুক ।


References ->

1.

https://www.google.com/amp/s/ew.com/books/2018/07/20/bruce-lee-death-biography/%3famp=true

2.

https://amp.scmp.com/article/1004216/physics-behind-bruce-lees-one-inch-punch

3.

https://en.m.wikipedia.org/wiki/Bruce_লেএ


Commentaires


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

8660898926

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by SineMeCinema. Proudly created with Wix.com

bottom of page