top of page

Rohosso Romancho Series - ISRO Spy Case

  • Writer: SineMeCinema
    SineMeCinema
  • Jul 1, 2021
  • 4 min read

ISRO Spy Case - written by Koushik Das


“I am sure that 95 per cent of the country’s population doesn’t know about Nambi Narayanan, which I think is a crime .”


উপরিউক্ত এই বিস্ফোরক মন্তব্য এমন একজন অভিনেতা করেছেন যিনি ভারতবর্ষের সেই অল্পসংখ্যক অভিনেতারদের মধ্যে পড়েন যাদের কোন নিন্দুক নেই ! ২০১৭ সালের এপ্রিল মাসে মাধবন জানান তার আগামী প্রজেক্ট তার ক্যারিয়ারের " Biggest film ever" । এই সিনেমার গল্পের ব্যাপারে প্রশ্ন করা হলে মাধবন বলেন - ”The extraordinary story of an unsung hero who was neither an actor nor a sportsman ".


এই গল্পের প্রটাগোনিস্ট যাকে হিরো বললেও অত্যুক্তি করা হবে না, তিনি হলেন ISRO র প্রাক্তন বিজ্ঞানী Nambi Narayanan !


এই গল্পকে , যা গল্প হলেও সত্যি, মাধবন কেন Extraordinary বলেছেন সেটা নিয়েই আমাদের #রহস্য_রোমাঞ্চ_সিরিজের আজকের এই পর্ব ! এই গল্পে উন্মোচিত হবে এক দেশদ্রোহিতা এবং Espionage এর ঘটনা যার সাথে জড়িয়ে রয়েছে (বলে মনে করা হয়) এক আন্তর্জাতিক ষড়যন্ত্র !


গভীরে যাওয়ার আগে বলে রাখি মাধবন পরিচালিত এবং অভিনীত সিনেমা Rocketry - The Nambi Effect হতে পারে আজকের এই গল্পের ওপর তৈরী তাই এই গল্প শুনলে যদি মনে হয় স্পয়লার হয়ে যেতে পারে তবে নিমোক্ত লেখা এড়িয়ে যাবেন ।


ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব কতটা স্ট্রং সেটা ভারতের মহাকাশ গবেষণা (সে প্রথম স্যাটেলাইট 'আর্যভট্ট' ই হোক বা প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা) বা ১৯৭১ এর যুদ্ধের সময় পাকিস্থানের "Ghaazi" সাবমেরিন কে নাস্তানাবুদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েই প্রমাণিত । এই রাশিয়ার হাত ধরেই ১৯৯০ সালে ভারত রাশিয়ান স্পেশ এজেন্সি Glavkosmos এর সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ (কেন? বলেছি পরে) ডিল সাইন করতে চলেছিল যা ভারতকে মহাকাশ গবেষণার প্রথমসারির দেশগুলোর মধ্যে স্থান করে দিতে চলেছিল ।


PSLV (Polar satellite launch vehicle) এর পর ISRO র সব চাইতে গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল - Cryogenic Project এবং এই প্রজেক্টের ডাইরেক্টর ছিলেন বিজ্ঞানী Nambi Narayanan । এই Nambi Narayanan ই ছিলেন ভারতের প্রথম ব্যক্তি যিনি Liquid fuel Engine আবিষ্কার করেন, এই সময় APJ Abdul Kalam তার টিমের সাথে solid motors এর উপর কাছ করছিলেন । Nambi Narayanan এর তৈরী "Vikas" ইঞ্জিনই "Chandrayan 1" এবং "Mangalyaan" এ ব্যবহৃত হয়েছিল !


Cryogenic প্রজেক্টের সাফল্য ভারতকে এনে দিত আন্তর্জাতিক খ্যাতি কিন্তু এমন একটা যুগান্তকারী সময়ে দাঁড়িয়ে ১৯৯৪ সালের শেষের দিকে Nambi Narayanan কেলারা পুলিশের দ্বারা গ্রেপ্তার হয়ে

যান ! তার কপালে লেগে যায় দেশদ্রোহিতার কালিমা ! হঠাৎ কি এমন হল !? এটা জানতে হলে একটু পিছিয়ে যেতে হবে রাশিয়ার সাথে সেই Cryogenic ডিল এর ঘটনায় !


-২৩৮° সেলসিয়াস তাপমাত্রাকে বলে Cryogenic তাপমাত্রা । এই অত্যন্ত নিম্ন তাপমাত্রায় হাইড্রোজেন এবং অক্সিজেনের মত গ্যাস তরলে পরিণত হয় এবার এই তরল দের পোড়ালে এত ভয়ঙ্কর তাপশক্তি উৎপন্ন হয় যে সেটা রকেটকে ৪.৪ কিমি/সেকেন্ড গতিবেগে ছোটাতে পারে । রাশিয়া যেই চুক্তি সাক্ষর করেছিলো তাতে বলা হয়েছিল - ২৩৮ কোটি টাকার বিনিময়ে রাশিয়া Cryogenic ইঞ্জিন দেওয়ার সাথে সাথে Cryogenic দাহ্য তৈরী করার প্রযুক্তিও দেবে । এই খবর জানতে পেরেই আমেরিকা এবং ফ্রান্স এই পথে বাধা হয়ে ঝাঁপিয়ে পড়ল । কারণ, এই একই প্রযুক্তি ফ্রান্স এবং আমেরিকা যথাক্রমে ৬৫০ কোটি টাকা এবং ৯৫০ কোটি টাকার বিনিময়ে বিক্রি করছিল । রাশিয়া হয়ত আমেরিকার এই ধমকি কানে নিত ন যদিনা সেই সময় সোভিয়েত উইনিয়ন পতনের মুখে থাকত । আমেরিকার চাপে রাশিয়া ভারত কে প্রযুক্তি হস্তান্তর করতে মানা করে দিল এবং শেষমেশ ঠিক হল মাত্র ৪ টে Cryogenic Engine দেওয়া হবে

ভারতকে !


একটা বড় ধাক্কা খেল ভারত কিন্তু ধাক্কা খেয়ে পিছিয়ে যাওয়ার বদলে আমেরিকা ও বিশ্ব কে চমকে দিয়ে একধাপ এগিয়ে যাওয়ার পরিকল্পনা করল ভারত ! ঠিক হল ভারত নিজেই Cryogenic Fuel বানাবে, আর এই প্রজেক্টের হেড বানানো হল Luquid fuel technology র আবিষ্কর্তা Nambi Narayanan কে ! সকলের উচ্চাকাঙ্খা গগনচুম্বি এমন সময় ১৯৯৪ সালের অক্টোবর মাসে কেরালার তিরুবনন্তপুরমে ঘটল একটা ঘটনা যা সবকিছু তছনছ করে দিল !


১৯৯৪ সালের অক্টোবর মাসে মারিয়াম রাশিদা নামের মালদ্বীপের এজ নাগরিকে কেরালার পুলিশ তিরুবনন্তপুরম থেকে গ্রেপ্তার করল । ভিসা এক্সপায়ার হয়ে যাওয়া সত্ত্বেও সেই মহিলা ভারতে বসবাস করছিলেন, এটাই ছিল প্রাথমিক অভিযোগ । তবে জিজ্ঞাসাবাদের এক মাসের মধ্যে সেই মহিলা কিছু চাঞ্চল্যকর তথ্য জানায় পুলিশকে ! মহিলার স্বীকারোক্তি অনুযায়ী Nambi Narayanan সেই মহিলাকে Cryogenic Engine এর ড্র‍য়িং দিয়েছে পাকিস্তানের হাতে দেওয়ার জন্য !


এই স্বীকারোক্তির পর সঙ্গে সঙ্গে Nambi Narayanan কে গ্রেফতার করা হয়, CBI এর তদন্ত শুরু হয় । গ্রেপ্তারের দিন থেকে পরপর ৫০ দিন তাকে পুলিশি হেফাজতে রেখে তদন্তের নামে মানসিক ও শারিরীক অত্যাচার করা হয় (এসব কথা অটোবায়োগ্রাফি Ormakalude Bhramanapadham তে বলেছেন)

। এই ৫০ দিনের মধ্যে একদিন তিনি সেন্ট্রাল জেলেও ছিলেন । এই সময়ে তার পরিবার মানসিক বিপর্যয়ের

মধ্যে দিয়ে গিয়েছে । মন্দির থেকে প্রসাদ দিতে বারণ করে দেওয়া হত তার স্ত্রীকে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে হত তার ছেলে মেয়েদের, অটোওয়ালা দেশদ্রোহীর সন্তানদের ওঠাতে চাইত না । ৫০ দিন পর বাড়ি ফিরে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি । এমনকি আত্মহত্যার কথাও ভেবেছিলেন । তবে পরিবারকে পাশে পেয়ে পরিবারের কথায় ঘুড়ে দাঁড়ালেন আর এমনভাবে ঘুড়ে দাঁড়ালেন যে কেরালার সরকার কেঁপে উঠল ।


১৯৯৬ সালে CBI কোচির মেজিস্ট্রেট কোর্টে এই কেসের closure report জমা দেয় যেখানে বলা

হয় - allegations of espionage were unproven and false . কিন্তু গল্প এখানেই শেষ হয়না । কেরালার সরকার আবার সেই কেস খোলে !

২০১৮ সালের ১৪ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট Nambi Narayanan এর বিরুদ্ধে আনা Espionage চার্জ খারিজ করে এবং এতদিনের মানসিক নিপীড়নের জন্য ৫০ লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন ।


Nambi Narayanan তার অটোবায়োগ্রাফি তে বলেছেন যে তিনি বিশ্বাস করেন এই কুখ্যাত "ISRO spy case" এর পেছনে CIA র হাত আছে ! ভারতের মহাকাশ গবেষণার এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে এমন এক মিথ্যে ষড়যন্ত্রে ফাঁসানো হল যার ফলে এই Cryogenic প্রজেক্ট একেবারে মুখ থুবড়ে পড়ল ।

২০১৪ সালের ২৪ শে সেপ্টেম্বর ভারত মহাকাশ গবেষণায় বিশ্বের সমস্ত দেশকে ( ! ) পেছনে ফেলে দুটো ইতিহাস তৈরী করেছিল -

★ ১ - সব চাইতে কম খরচে (৪৫০ কোটি টাকা) নিজস্ব প্রযুক্তিতে মঙ্গলগ্রহ "মঙ্গলযান" পাঠানো !

★ ২ - প্রথম চেষ্টাতেইবেই সাফল্য অর্জন করা যা এখনো পর্যন্ত বিশ্বের কোন দেশ করে উঠতে

পারেনি !


তবে ১৯৯৪ সালে Nambi Narayan এর সাথে এমন একটা ঘৃণ্য চক্রান্ত না হলে কয়েক দশক আগেই করে এমন একটা কীর্তি স্থাপন করে বিশ্বের সমস্ত দেশকে চমকে দিতে পারত । মনে হয় এই বিষয়টা আমেরিকা সেই সময় উপলব্ধি করতে পেরেছিল ! তবে -

দের সে আয়া লেকিন দুরুস্ত আয়া ।


Nambi Narayanan যেই স্বপ্ন দেখিয়েছিলেন আজ ISRO দেশবাসীকে সঙ্গে নিয়ে সেই স্বপ্নের মধ্যে দিয়ে উড়ছে !


References ->

★ BBC news

★ Zee news

★ Study IQ youtube channel

★ Wikipedia


https://m.facebook.com/groups/2078994075553614?view=permalink&id=2869312816521732

Comments


Post: Blog2_Post

Subscribe Form

Thanks for submitting!

8660898926

  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by SineMeCinema. Proudly created with Wix.com

bottom of page