Movie Explosion - "Shutter Island" Explained !
- SineMeCinema
- Jun 28, 2021
- 9 min read
Movie : Shutter Island (2010)
Genre : Neo-noir Psychological Thriller
Director : Martin Scorsese
*** WARNING !!! SPOILERS AHEAD ***
Psychological Thriller যদি সিনেমা জগতের একটি সম্পদ হয় তাহলে Hollywood অবশ্যই সেই সম্পদের খনি । Prisoners, The Number 23, Donnie Darko, Mulholand Drive-নাম বলে হয়তো শেষ করা যাবে না । এদের মধ্যে অন্যতম সম্পদ হলো Shutter Island-যার এন্ডিং কে Enigmatic বললেও হয়তো কম বলা হবে... এই পোস্টে চেষ্টা করছি সিনেমাটির কিছু থিওরি নিয়ে কথা বলার । সবাইকে অনুরোধ, কোথাও ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন ।
সময়টা 1978 সালের ফেব্রুয়ারি মাস । উত্তর পূর্ব আমেরিকা তখন এক ভয়াবহ ঝড়ে আক্রান্ত । 13 বছরের ছোট্ট ছেলে Dennis Lehane তার পরিবারের সাথে ঘুরতে গিয়েছিল Long Islands, Boston Harbor-এ । সেদিনকার ঝড় এবং Long Island-এর হসপিটালের মডেল ছোট্ট ছেলেটার মনে যে প্রভাব ফেলে, তারই প্রতিফলন দেখা যায় এই ছেলেটির বড়ো হয়ে ওঠার পর লেখা 'Shutter Island' উপন্যাসে । 2003 সালে Columbia Pictures-কে সিনেমাটির প্রযোজনা করার অফার দেওয়া হলেও Columbia Pictures কোনো উত্তর দেয় নি । পরে Martin Scorsese-র উপন্যাসের প্লটটা খুব ভালো লাগায় তিনি রাজি হয়ে যান । Pheonix Pictures-র প্রযোজনায় তৈরি হয় Shutter Island । Martin Scorsese বলেছিলেন সিনেমাটি দুবার সবাই দেখবে, অর্থাৎ একবার প্রথম দেখা, আরেকবার ভালো করে দেখে বোঝা ।
প্রথমে সিনেমার গল্পটি ও চরিত্র গুলো একবার দেখে নেবো (সম্পূর্ণটা দেওয়া সম্ভব না, তাই কিছুটা কাটছাঁট করেই লিখলাম) :
Edward 'Teddy' Daniels একজন U.S মার্শাল । সিনেমার প্রথম দৃশ্যে দেখা যায় একটি মোটর বোটে করে সে এবং তার সহকর্মী Chuck Aule Shutter Island-এর Ashecliffe Hospital-এ আসছে Rachel Solondo নামক এক মানসিক ভারসাম্যহীন পেশেন্টের রহস্যজনক অন্তর্ধানের তদন্ত করতে । কিন্তু দ্বীপে আসামাত্রই তাদের তদন্তে ক্রমশঃ বাধা পড়তে থাকে । Ashecliffe হসপিটালের হেড ডক্টর John Cawley টেডিকে পেশেন্ট রেকর্ড দিতে মানা করেন । রেচেল সলন্ডোর ঘরে পাওয়া যায় একটি চিরকুট যাতে লেখা 'The Law of 4; who is 67 ?' । Bridget Kearns নামক এক পেশেন্টের জিজ্ঞাসাবাদ করার সময় টেডি বারে বারে Andrew Laeddis নাম নেওয়ায় টেডির পার্টনার চাক জানতে চায় এই Andrew Laeddis আসলে কে ? উত্তরে টেডি জানায় অ্যান্ড্রু ছিল তার একজন প্রতিবেশী, সে স্বভাবে একজন Arsonist এবং সে টেডির অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়েছিল…যেই আগুনে পুড়ে টেডির স্ত্রী Dolores মারা যায় । অ্যান্ড্রু কে খুঁজতে গিয়ে টেডি জানতে পারে যে অ্যান্ড্রুকে মানসিক ভারসাম্যহীনতার জন্য Ashecliffe-এ ট্রান্সফার করা হয়, কিন্তু পরে সে রহস্য জনক ভাবে উধাও হয়ে যায় । George Noyce নামক আরেকজন পেশেন্টের থেকে কিছু তথ্য পেয়ে টেডি Ashecliffe সম্পর্কে তদন্ত শুরু করে এবং সে জানতে পারে এই হসপিটালের ফান্ডিং করা হয় 'The House Of Un-American Activites' (HUAC) নামক একটি সরকারি সংস্থার থেকে । এই হসপিটালে পেশেন্টদের ওপর এক্সপেরিমেন্ট চালানো হয়...বদলে ফেলা হয় তাদের একধরনের আবেগহীন 'Ghost'-এ । টেডির মূল উদ্দেশ্য, এই রেচেল সলোন্ডো নামক পেশেন্টের অন্তর্ধান রহস্যের তদন্ত করতে এসে এই স্থানের সমস্ত ডক্টরদের মুখোশ খুলে ফেলা...তাদের বে-আইনি এক্সপেরিমেন্ট বন্ধ করা । ইতিমধ্যে একটি প্রবল ঝড়ের জন্য দুজনেই দ্বীপে আটকা পরে যান । দ্বীপের একটি কোনায় আটকে থাকার পর দুজনে যখন আবার হসপিটালে পা রাখেন, তখন তাদের বলা হয় যে রেচেল সলন্ডো কে খুঁজে পাওয়া গেছে । রেচেল সলন্ডোর চিরকুটে 'Who is 67 ?'লেখা দেখে টেডির মাথায় এই চিন্তা আসে যে যেই Andrew Laeddis কে সে খুঁজছে, সেই হয়তো পেশেন্ট ৬৭ এবং তাকে খুঁজতে দুজনেই বেরিয়ে পরে হসপিটালের Ward C তে । Ward C তে গিয়ে টেডির এক অস্বাভাবিক আচরণ শুরু হয় এবং সেখানে George Noyce কে দেখে টেডি চমকে যান । Noyce তাকে বলেন ' You're just a rat in a maze'...
ইতি মধ্যে টেডি Hallucinate করতে থাকে । মাঝে মধ্যেই সে দেখে তার স্ত্রী Dolores কে, হয় ভস্ম হয়ে যাচ্ছে না হয় রক্ত ঝরাচ্ছে । সমুদ্রের ধারে একটি খাদের সামনে গিয়ে টেডি এবং তার পার্টনার চাক একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় । টেডির সন্দেহ, চাক কে ধরে নিয়ে গিয়ে হয়তো ডক্টররা তার ওপরে এক্সপেরিমেন্ট চালাচ্ছে ।
এরকম ধরনের দ্বীপে সাধারনত একটি লাইটহাউস থাকে...Shutter Island-ও এর ব্যতিক্রম নয় । টেডির সন্দেহ, সেই লাইট হাউসেই হয়তো চলে এই বর্বর, অমানুষিক পরীক্ষা-নিরীক্ষা । লাইট হাউসে যাওয়ার রাস্তায় একটি গুহায় ঢুকে টেডি র সাথে দেখা হয়ে আসল রেচল সলোন্ডোর সাথে । তার কথায়, ডক্টররা অলরেডি টেডি কে ড্রাগস দেওয়া শুরু করে দিয়েছে... টেডির খাবার, পানীয়, ওষুধ, এমনকি সিগারেটেও ( সিনেমার শুরুতেই দেখা যায় টেডির সিগারেটের প্যাকেট ও লাইটার দুটোই হারিয়ে গেছে, এবং প্রত্যেকটি সিগারেট খাওয়ার দৃশ্যে কেউ না কেউ টেডিকে সিগারেট ধরিয়ে দেয় ) ড্রাগস মিশিয়ে দেওয়া হয়েছে । টেডি ওর পার্টনার চাকের খোঁজে যখন শেষমেষ লাইট হাউসে যায়, তখন হয় যবনিকা পতন ।
সিনেমার ক্লাইম্যাক্সে দেখা যায় লাইটহাউসে বসে আছেন খোদ ডক্টর John Cawley । তিনি টেডিকে বলেন যে টেডির আসল নাম Andrew Laeddis...সে নিজেই একজন মানসিক রোগী যে গত ২৪ মাস যাবৎ Ashecliffe-এ চিকিৎসাধিন । সে নিজেই তার স্ত্রীকে হত্যা করেছে এবং সে হসপিটালেরও অনেক গার্ড ও অন্যান্য রোগীদের আক্রমণ করেছে...এক কথায় সে 'Extremely Violent' । Dr. Cawley-র কথায় সিনেমার শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটাই একটা নাটক, শুধুমাত্র অ্যান্ড্রু র মানসিক অবস্থা ঠিক করার জন্য । অ্যান্ড্রুর পার্টনার চাক আসলে Dr. Lester Sheehan, যিনি গত দুবছর যাবৎ অ্যান্ড্রুর Primary Psychiatrist হিসেবে কাজ করছেন । অ্যান্ড্রুকে সরকারের পক্ষথেকে 'Lobotomize' করার কথা বলা হয়েছে ।
[ 'Lobotomy' এমন একটি পদ্ধতি, যার সাহায্যে মানসিক ভারসাম্যহীন রোগীদের মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়, এই অস্ত্রোপচারের পর সেই মানুষের বুদ্ধি ও আবেগ গুরুত্বপূর্ণভাবে হ্রাস পায়, মানুষের অতীতের কোনো ভয়াবহ স্মৃতি থাকলে তা ভুলে যেতে সাহায্য করে । পর্তুগীজ নিউরোলজিস্ট António Egas Moniz এই পদ্ধতি আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ ও পেয়েছিলেন । ]
Dr. Cawley এই লবোটমির বিরুদ্ধে, কারণ তাতে মানুষ একটি প্রায় পুতুলে পরিণত হয় । অ্যান্ড্রু নিজের ভয়াবহ অতীত কে কোনো ভাবেই ভুলতে না পারায় সরকারের শেষ সিদ্ধান্ত অ্যান্ড্রুকে লবোটমাইজ করা । তাই Dr. Cawley চান অ্যান্ড্রুকে শেষ বারের মত সুস্থ করার জন্য একটি ফাইনাল রোল-প্লে করা । সিনেমার শেষ দৃশ্যে গিয়ে আমরা দেখি এই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ, কারণ অ্যান্ড্রু আবার Dr. Sheehan-কে 'চাক' বলে ডাকছে এবং স্বেচ্ছায় লোবোটোমাইজ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে । এখন প্রশ্ন হচ্ছে তাহলে সিনেমায় কোনটি Hallucination এবং কোনটি আসলে ঘটা দৃশ্য ? কোনটি আসল এবং কোনটি নকল চরিত্র ? এর জন্য একবার প্রধান চরিত্র গুলো কে ভালো ভাবে পর্যবেক্ষণ করে নেবো ।
Character Analysis :
Andrew Laeddis :
Dr. Cawley-র কথায় টেডি নিজেই অ্যান্ড্রু , বাস্তবেও তাই । তাহলে এই টেডি নামটা আসলে কার ? উত্তর জানার আগে একবার অ্যান্ড্রুর ইতিহাসটা দেখে নেবো । গোটা সিনেমায় টেডি ( ওরফে অ্যান্ড্রু ) বলে এসেছে সে আমেরিকার একজন সৈনিক ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং Dachau কনসেন্ট্রেশন ক্যাম্পের অনেক ইহুদীদের মুক্ত করেছিল । যুদ্ধ পরবর্তী সময়ে প্রায়ই দেখা যায় সৈনিকদের Post-Traumatic Stress Disorder (PTSD) তে আক্রান্ত হতে । ফলস্বরূপ অতিরিক্ত মদ্যপান ও যথারীতি দাম্পত্য কলহ । এই দাম্পত্য কলহের শেষচিত্র যথারীতি অ্যান্ড্রুর নিজের স্ত্রীকে হত্যা করা, তবে দাম্পত্য কলহের আসল কারণ ও হত্যার পূর্ণ চিত্র আমরা Dolores-র চরিত্র নিয়ে বলার সময় দেখবো । স্ত্রীকে হত্যা করার পরে অ্যান্ড্রু কে পাঠানো হয় Ashecliffe-র Ward C-তে । এবারে আসি টেডি নামটার প্রসঙ্গে - ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে Andrew Laeddis এবং Edward Daniels (টেডির পুরো নাম) দুটোতেই ১৩ টি করে অক্ষর আছে, এবং দুটো নামেই একই অ্যালফাবেট আছে, অর্থাৎ দুটো নাম একে অপরের Anagram । টেডি নামটি আসলে অ্যান্ড্রু-রই মস্তিষ্ক প্রসূত একটি নাম । নিজেরই একটি চিত্র । নিজের ভয়াবহ অতীত কে ভুলে যাওয়ার জন্যই অ্যান্ড্রু নিজের মনে একটি Alternate Reality সৃষ্টি করে, যেখানে সে বিশ্বাস করে সে এখনও একজন U.S মার্শাল ।
Dr. John Cawley :
বেন কিংসলে অভিনীত এই চরিত্র Ashecliffe হসপিটালের হেড ডক্টর । সিনেমার ক্লাইম্যাক্স অনু্যায়ী ইনি অ্যান্ড্রু র চিকিৎসা করছেন গত দু বছর যাবৎ । অ্যান্ড্রু একজন 'Extremely Violent' পেশেন্ট, হসপিটালের অনেক গার্ডকে আক্রমণ করেছে, তাই সরকারের পক্ষ থেকে হুকুম করা হয়েছে তাকে যেনো লবোটমাইজ করা হয় । কিন্তু Dr. Cawley লবোটমি পছন্দ করেন না, তাই তিনি চান একটি বড়ো মাপের রোল-প্লের মাধ্যমে অ্যান্ড্রুকে Reality তে ফিরিয়ে আনতে । অর্থাৎ সিনেমার শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটাই একটা বড়ো অভিনয়ের মঞ্চ ।
Rachel Solondo :
সিনেমার শুরুতেই বলা হয় যে রেচেল সলোণ্ডোর অন্তর্ধান রহস্যের সমাধান করতে দ্বীপে আসেন টেডি ওরফে অ্যান্ড্রু । সিনেমায় দুবার দুজন রেচেল কে দেখানো হয়েছে...একবার হসপিটালে যখন টেডি ওরফে অ্যান্ড্রু তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় তখন একজন অল্প বয়স্ক মহিলা, আরেকবার গুহায় একজন মধ্য বয়স্ক মহিলা । কিন্তু এই রেচেল সোলন্ডোর আদৌ কি কোনো অস্তিত্ব আছে ? উত্তর টা পাওয়া যাবে অ্যান্ড্রুর স্ত্রী Dolores Chanal-এর নামে । ঠিক Andrew Laeddis ও Edward Daniels এর মত, Rachel Solondo এবং Dolores Chanal ও একে অপরের Anagram । রেচেল আসলে অ্যান্ড্রু-রই মস্তিষ্ক প্রসূত একটি কাল্পনিক চরিত্র । হসপিটালে যে রেচেল-কে দেখানো হয় সে আসলে একজন নার্স । অ্যান্ড্রুর সুস্থ হওয়ার খাতিরে অভিনয় করেছেন । গুহায় অ্যান্ড্রুর সাথে দেখা হওয়া মহিলা আসলে অ্যান্ড্রুর ইমাজিনেশন মাত্র ।
Dr. Lester Sheehan aka Chuck Aule :
মার্ক রাফেলো অভিনীত এই চরিত্রটিকে প্রথম দৃশ্য থেকেই দেখা যায় সর্বক্ষণ টেডি ওরফে অ্যান্ড্রুর সাথে থাকতে । প্রথমে এনাকে অ্যান্ড্রুর পার্টনার দেখানো হলেও পরে গিয়ে জানা যায় এনার আসল নাম Dr. Lester Sheehan । গত দুবছর ধরে তিনি অ্যান্ড্রুর প্রধান চিকিৎসক হিসেবে আছেন । তিনিও অ্যান্ড্রুকে লোবোটমি র থেকে বাঁচানোর জন্য Dr. Cawley রচিত রোল-প্লে তে প্রধান এক চরিত্র হিসেবে অংশগ্রহণ করেন । চাক যে মার্শাল নন, তার প্রমাণ পাওয়া যায় সিনেমার প্রথমদিকের একটি দৃশ্যে যেখানে হসপিটালে ঢোকার আগে টেডি (অ্যান্ড্রু) এবং চাক কে পিস্তল জমা দেওয়া র কথা বলা হয় । টেডি সহজেই কোমরের পিস্তলসহ খাপ খুলে ফেললেও চাক কে একটু বেগ পেতে হয় । আরেকটি প্রমাণ হলো , যখন হসপিটালে টেডি Mrs. Kearns-কে জিজ্ঞাসাবাদ করে তখন দেখা যায় একমাত্র চাক-এর পেছনেই কোনো গার্ড নেই । এমন করার কারণ টেডি আসলেই একজন পেশেন্ট, তাই যেকোনো সময়ে যেকোনো কিছু হতে পারে ।
Dolores Chanal :
মিশেল উইলিয়ামস অভিনীত এই চরিত্রটি সিনেমার প্রধান চরিত্র অ্যান্ড্রুর স্ত্রী । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অ্যান্ড্রু এবং তার স্ত্রী একটি অ্যাপার্টমেন্টে থাকতো । যুদ্ধ পরবর্তী সময়ে অ্যান্ড্রু PTSD-তে ভুগতে থাকে । ফলস্বরূপ সে ক্রমাগত মদ্যপান করতে থাকে । ডলোরেস এর অ্যান্ড্রু র এই স্বভাব ভালো লাগে না, শুরু হয় এক দাম্পত্য কলহ...এবং সে এক ঘোরতর ডিপ্রেশনের শিকার হয় । সিনেমার শেষে Dr.Cawley-র বর্ণনা অনুযায়ী Dolores নিজের অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে দেয় । আগুন লাগানোর ঘটনাটার পরে অ্যান্ড্রু এবং ডলোরেস একটি লেক সাইড বাড়িতে চলে আসে । হঠাৎ একদিন অফিস থেকে বাড়ি ফিরে অ্যান্ড্রু দেখতে পায় যে ডলোরেস তার তিন সন্তান কেই জলে ডুবিয়ে হত্যা করেছে । অ্যান্ড্রু এই শক সহ্য করতে না পেরে ডলোরেস কে গুলি করে দেয় । সে কিছুতেই মেনে নিতে পারেনি যে যাকে সে এত ভালোবাসতো সেই তার সন্তানদের হত্যা করবে ।
এবারে আসি সিনেমার শেষের আগের দৃশ্যে, যেখানে বলা হয় যে অ্যান্ড্রু আগেও অনেকবার পূর্ণ সুস্থ হওয়ার দ্বারে গিয়েও ফিরে এসেছে । অর্থাৎ, তার ওপর সমস্ত চিকিৎসা বিফল । বর্তমান ঘটনার ৯ মাস আগেও একবার তাকে সুস্থ করার চেষ্টা করা হয়েছিলো । অ্যান্ড্রু একটি লুপের মত, যে বারে বারে 'Reset' হয়ে যায় । ফলস্বরূপ তাকে শেষে লবোটমাইজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । Dr. Cawley একবার শেষ বারের মত চেষ্টা করেন একটি বড়ো মাপের রোল-প্লে র মাধ্যমে তাকে রিয়ালিটি তে আনার, কিন্তু সেই চেষ্টার ব্যর্থতা আমরা দেখতে পাই যখন সিনেমার একদম শেষ দৃশ্যে অ্যান্ড্রু আবার ডক্টর লেস্টারকে 'চাক' বলে সম্বোধন করে । যদিও শেষ দৃশ্যে দেখানো হয় যে অ্যান্ড্রু নিজেকে তখনও টেডি ভাবছে, কিন্তু অ্যান্ড্রু নিজেই স্বেচ্ছায় 'Lobotomized' হওয়ার সিদ্ধান্ত নেয় । তাহলে অ্যান্ড্রু যদি নিজেকে টেডি-ই ভাবে, তাহলে সে চিন্তা করবে দ্বীপ থেকে পালানোর কথা, অথচ সে নিজেই লোবোটমি কে মেনে নেয়…তাহলে এর অর্থ ? এর জন্য দুটো থিওরি নিয়ে আলোচনা করবো…
থিওরি 1 :
সিনেমার শেষ দৃশ্যে অ্যান্ড্রুর একটি ডায়লগ আছে -"Which would be worse ? to live as a monster, or to die as a good man ?"। অ্যান্ড্রু নিজে মানসিক ভাবে এতটাই বিপর্যস্ত যে সে আর তার এই মস্তিষ্ক প্রসূত টেডি চরিত্রে বাঁচতে চায় না, কারণ সে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় অনেক মানুষ কে মেরেছে, এমনকি নিজের স্ত্রী কেও মারতে পিছপা হয়নি । নিজের সন্তান দের হারিয়েছে...এই ধ্বংসাত্মক রিয়ালিটি তে না থেকে সব কিছু ভুলে গিয়ে একটি নতুন জীবন শুরু করতে চায় সে ।
থিওরি 2 :
ওয়ার্ডেন এর সাথে যখন অ্যান্ড্রু ওরফে টেডি জিপে করে আসে, তখন ওয়ার্ডেন অ্যান্ড্রু কে বলেন যে অ্যান্ড্রু নিজেকে যতটুকু ভায়োলেন্ট ভাবে, সে তার থেকে অনেকগুণ বেশি ভায়োলেন্ট । অর্থাৎ সে তার কল্পনার বাইরেও আরো অনেক নৃশংস কাজ করেছে । এই থিওরি অনুযায়ী Dr. Cawley-র মুখে শোনা কিছু কিছু তথ্য Dr. Cawley নিজেই বানিয়েছিল । অর্থাৎ, Dr. Cawley-র বর্ণনা আংশিক সত্য ।
এই থিওরি অনুযায়ী অ্যান্ড্রু নিজেই নিজের অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ছিল, সিনেমার একটি দৃশ্যে অ্যান্ড্রু স্বপ্ন দেখছিল যে তার স্ত্রী ভস্ম হয়ে যাচ্ছে...অথচ Dr. Cawley-র কথায় অ্যান্ড্রু তার স্ত্রী কে গুলি করে মেরেছিল । সিনেমার শুরুতেও অ্যান্ড্রু যখন নিজেকে টেডি ভাবে তখন সে বলে যে Andrew Laeddis তার ঘরে আগুন লাগিয়েছিল । অর্থাৎ সে নিজেই নিজেকে খুঁজছিল । অ্যান্ড্রুর যে একজন Arsonist-এর মত স্বভাব আছে তা বোঝা যায় Ward C-র জেলে ক্রমাগত দেশলাইয়ের কাঠি জ্বালানো এবং Dr. Cawley-র গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া । শেষে হয়তো অ্যান্ড্রুর নিজের সমস্ত নৃশং কীর্তি গুলোর কথা মনে পরে এবং এই রকম বিভৎস রিয়ালিটি থেকে নিজেকে মুক্ত করার জন্যই সে লোবোটমি-কে বেছে নেয় ।
সিনেমাটি-তে প্রথম থেকেই অনেক হিন্ট দেওয়া হয়েছে । চাকের পিস্তল সহজে বের না করতে পারা, দ্বীপে রেচেল সোলোন্ডো কে খুঁজতে গিয়েও গার্ড দের বসে থাকা (তারা কাউকে খুঁজছিলোই না), পেশেন্ট Bridget Kearns- কে অ্যান্ড্রুর নাম জিজ্ঞাসা করায় তার ভয় পেয়ে যাওয়া, অ্যান্ড্রু গুহার থেকে ফেরৎ আসলে সবাইকে তার দিকে তাকাতে বারণ করা, Dr. Cawley-র বাড়িতে জার্মান গান বাজানো( একই গান বাজছিল Dachau কনসেন্ট্রেশন ক্যাম্প-এ, যাতে অ্যান্ড্রুর সব মনে পরে যায় তাই এটা এখানে বাজানো হয়েছে) - সবই প্রমাণ করে যে ওই দ্বীপে শুধুমাত্র একটি গেম চলছে । Rachel Solondo-র ঘর থেকে পাওয়া সেই চিরকুটে লেখা 'The Rule of 4' আসলে Andrew Laeddis-Edward Daniels, Rachel Solondo-Dolores Chanal - এই চারটি নাম , যারা একে অপরের Anagram । পেশেন্ট 67-যে আসলে অ্যান্ড্রু ই, সেটাও সিনেমার শেষে গিয়ে জানা যায় । দুটো থিওরি হয়তো সঠিক, আবার হয়তো একটি ঠিক আরেকটি ভুল, বা হয়তো দুটোই ভুল, অন্য কোনো জটিল রহস্য এখানে রয়েছে... সম্পূর্ণ টাই নির্ভর করছে দর্শকের বিবেচনার ওপরে । শেষে গিয়েও একটি কথাই বলবো, সিনেমাটি এককথায় একটি 'Pure Enigma'...
References : Wikipedia, Loopers,
Watch Roz
Kommentare