|| মকবুল ও নিম্মি ||
- SineMeCinema
- Jun 29, 2021
- 2 min read
হঠাৎ মকবুলের হাত থেকে বন্দুক নিয়ে নেয় নিম্মি। কিছুতেই দেয় না। - Bolo 'Wapas do Meri Jaan'. Sach mein maar dungi, 'Meri Jaan' bolo. - Meri Jaan - Ehsaan kar rahe ho? Pyaar se bolo na? -Meri Jaan - Ek aur baar bolo nah? Meri Jaan, Jaan Meri.. - Jaan Meri - Thik Hain (She laughs) বিশাল ভরদ্বাজের শেক্সপিয়ারের 'ম্যাকবেথ' এর adaptation এ তৈরী 'মকবুল'। এই সিনেমার আলাদা আকর্ষণ ছিল মকবুল ও নিম্মির চরিত্রের সমীকরণ। ম্যাকবেথ ও লেডি ম্যাকবেথের আদলে বানানো এই দুটো চরিত্র ভারতীয়করণে একটু আলাদা রাখেন লেখক - পরিচালক বিশাল ভরদ্বাজ।
মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের প্রেক্ষাপটে তৈরী' মকবুল' এ রাজা ডানকেন হল মুম্বইয়ের ডন জাহাঙ্গীর খান। আর এখানে লেডি ম্যাকবেথ হল তার মিস্ট্রেস। সহ লেখক আব্বাস টায়ারওয়ালার মতে 'ম্যাকবেথ' এক উচ্চাকাঙ্খা আর বিশ্বাসঘাতকতার গল্প আর শুধু আন্ডারওয়ার্ল্ডের একটা পদ সেই রাজসিংহাসনের সমতুল্য নয়। তাই নিম্মিকে এখানে রাজমুকুটের সমতুল্য করা হয়। অর্থাৎ মকবুলের বিশ্বাসঘাতকতার কারণ জাহাঙ্গীরের ক্ষমতা শুধু নয় বরং নিম্মি। যাকে পাওয়ার জন্য সে জাহাঙ্গীরকে খুন করে। এখানে নিম্মিকে একটা object হিসেবেও দেখানো হয়েছে। যদিও সে আরো অনেক কিছু ছিল।
নিম্মির সাথে আকিরা কুরোসাওয়ার 'Throne of Blood' এর আসাজির মিল অনেক বেশী। নিম্মিকে আমরা প্রথম থেকেই মকবুলের অ্যাটেনশন চাইতে দেখি। দরগায় যাওয়ার সময় ইচ্ছে করে পায় কাঁটা ফোটানোই হোক বা তার দিকে বন্দুক তাক করে জোড় করে "Meri Jaan" বলানো। নিম্মি খুব সন্তর্পনে মকবুলের মস্তিষ্ককে প্রভাবিত করার চেষ্টা করে। পুরোহিতের ভবিষ্যৎবাণী যে 'মকবুলও আব্বাজীর জায়গা নিতে পারবে' নিয়ে সন্দেহ প্রকাশ করা বা ক্রমে মকবুলের মনে নিরাপত্তাহীনতা সঞ্চার করা, নিম্মি ক্রমে মকবুলের মস্তিষ্কের সাথে খেলতে থাকে তার স্বার্থসিদ্ধির জন্য।
এক্ষেত্রে নিম্মিরও মকবুলের প্রতি অনুভূতি থাকে। আব্বাজীর কাছে সে পরিবর্তনযোগ্য। তার অবস্থান নিয়ে সে সন্দিহান। মকবুলের সাথে সে মানসিকভাবে নিরাপদ। তবে এটা তার কাছে শুধু প্রেমের জন্য লড়াই নয় বরং অস্তিত্বের জন্য লড়াই। সে ইচ্ছে করে মকবুলকে জানায় যে মকবুল তার জন্য মরতেও পারে আবার মারতেও পারে। একসময় মকবুল নিজেও মনে করতে শুরু করে আব্বাজীর মৃত্যুই সব সমস্যার সমাধান। তবে তার বিবেক তাকে প্রতিনিয়ত বাধা দেয়। অবশেষে নিম্মি তাকে তার আর জাহাঙ্গীরের মধ্যে একজনকে বেছে নিতে বলে। উত্তর মকবুল ও আমাদের সকলের জানা। হত্যার রাতে নিম্মির শেষ প্রশ্ন 'কি ঠিক করলে?' উত্তরে মকবুল বন্দুক তাক করে নিম্মির দিকে। খালি বন্দুক। হত্যার দৃশ্যে মকবুলের হাতে যখন জাহাঙ্গীরের খুন হয়, রক্ত ছিটে ওঠে নিম্মির মুখে। এই হত্যায় তারও হাত লাল। সেও Partner in crime.

এরপর শুরু হয় অপরাধবোধের পালা। নিম্মি আর মকবুল দুজনের। নিম্মি নিজের মানসিক সুস্থতা হারায় ক্রমে। সে অন্তঃসত্ত্বা। তবে বাচ্চাটা কার? মকবুল না জাহাঙ্গীর? সে ঘুমতে পারে না। মকবুল তাকে আগলে রাখে। নিজেরও আগে রাখে। শেষে নিম্মি নিজের পরিণতি বুঝতে পারে, অন্তর্দন্দ্বে সে বারবার জিজ্ঞেস করে মকবুলকে, "Kya sab kuch galat tha, Miyan? Humara ishq toh paak tha nah, Miyaan? Paak tha na humara ishq?" পবিত্র হলেও অপরিণত থেকে যায় মকবুল আর নিম্মির আখ্যান। ©ঈশিতা চক্রবর্তী
Comments